প্রকাশিত: Sat, Dec 9, 2023 6:50 PM
আপডেট: Sat, Dec 6, 2025 4:20 PM

[১] শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেত্রকোনা মুক্ত দিবস পালিত

দিলওয়ার খান, নেত্রকোনা: [২] শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর সন্ত্রাস, জঙ্গীবাদ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণা মুক্ত দিবস পালিত হয়েছে।

[৩] দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 

[৪] সকাল ১০টায় কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মুক্ত দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত প্রজন্ম শপথ ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


[৫] প্রথমে জেলা প্রশাসক শাহেদ পারেভেজ এর নেতৃত্বে জেলা প্রশাসন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন-এর নেতৃত্বে  জেলা পরিষদ চেয়ারম্যান  ও  ৭৫ এর প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার ফয়েজ আহমেদের নেতৃত্বে জেলা পুলিশ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌর পরিষদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিকের নেতৃত্বে সদর উপজেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, নেত্রকোণা সেক্টর কমান্ডার্স ফোরাম’ মুক্তিযোদ্ধা-৭১ এর সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুজ্জোহা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সম্পাদক এডভোকেট সিতাংশু বিকাশ আচার্যের নেতৃত্বে কমান্ডার্স ফোরাম, আইয়ুব আলীর নেতৃত্বে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলা তুহিনের নেতৃত্বে আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।